১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘নাগপঞ্চমী’ সিনেমা প্রথম জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।
কলকাতার বাংলা সিনেমার দুই তারকা অভিনয় শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের এক পর্দায় আনার ফন্দি এঁটেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। দুর্গাপূজার পর বিজয়া দশমীর উৎসব থেকে সেই ঘোষণা দিয়েছেন প্রসেনজিৎ।
বালিগঞ্জে দুর্গাপূজার পরে ইন্ডাস্ট্রির কাছের মানুষদের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘বিজয়া সম্মেলনের’ আয়োজন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঋতুপর্ণা সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রসেনজিৎ। সেখানে এই জুটি তাদের ৫০তম সিনেমার ঘোষণা দেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রসেনজিৎ বলেন, “আমি আর ঋতুপর্ণা ৫০তম সিনেমায় আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই এই পথচলাটা সফল হয়েছে।”