২০২১ সালের জুলাইয়ে ‘প্রজেক্ট কে’ নামের নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তেলেগু ইন্ড্রাস্টির পরিচালক নাগ আশ্বিন। তখন জানা যায়, ভারতীয় ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি।
আর এই সিনেমায় জুটি বেঁধেছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।
দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে নতুন কোনো খবর প্রকাশ হয়নি। তবে শনিবার একটি পোস্টার প্রকাশ করে একেবারে মুক্তি তারিখ জানিয়ে দিলেন নির্মাতারা।
সিনেমাটির প্রযোজনা সংস্থা ‘বৈজয়ন্তী মুভিস’-এর ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে লেখে হয়, ‘তারিখটা হলেঅ ১২-১-২৪। প্রজেক্ট কে। মহা শিবরাত্রির শুভেচ্ছা।’
ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটির এই পোস্টার শেয়ার করে লেখেন, ‘অমিতাভ- প্রভাস- দীপিকা: প্রজেক্ট কে মুক্তির তারিখ নিশ্চিত। ১২ জানুয়ারি ২০২৪।’
পোস্টারটিও বেশ অন্য ধরনের। একটি জায়গায় চারদিকে ভাঙা মেশিন-যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, যা দেখে মনে হতে পারে সেটা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপট, সেখানে বিশাল একটা হাত পড়ে রয়েছে, যার একটা আঙুল বিশেষ দিকে নিশানা করছে। তার দিকে বন্দুক তাক করে আছেন তিনজন ব্যক্তি। নিচে লেখা, ‘দ্য ওয়ার্ল্ড ইজ ওয়েটিং।’
নাগ আশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ একটি বিজ্ঞান কল্পকাহিনীমুলক চলচ্চিত্র। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত সাই-ফাই থ্রিলার সিনেমাটির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি। ভারতীয় সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বাজেটের সিনেমাগুলোর মধ্যে একটি ‘প্রজেক্ট কে’।