English

19 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

প্রতিভাবান চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: সোহানুর রহমান সোহান। চলচ্চিত্র পরিচালক। তিনি ছিলেন একজন মেধাবী সৃজনশীল চিত্রপরিচালক। সামাজিক বিনোদনমূলক চলচ্চিত্র নির্মাতা হিসেবে হয়েছেন সমাদৃত ও প্রশংসিত । এই প্রতিভাবান চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। প্রয়াত এই গুণি মানুষটির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই ।

সোহানুর রহমান সোহান ১৯৬০ সালের ১৫ অক্টোবর, বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭৭ সালে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন চিত্রপরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে । পরবর্তীতে চিত্রপরিচালক শহীদুল হক খান ও এ জে মিন্টুসহ আরো কয়েক জনের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

একক পরিচালক হিসেবে সোহানুর রহমান সোহান-এর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তিপায় ১৯৮৮ সালে। চলচ্চিত্র পরিচালনায় তাঁর প্রথম সফলতা আসে ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) ছবির মাধ্যমে ।
সোহানুর রহমান সোহান পরিচালিত চলচ্চিত্রসমূহ- বিশ্বাস অবিশ্বাস (১৯৮৮), বেনাম বাদশা (১৯৯২),
কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩), আখেরি রাস্তা (১৯৯৪), বিদ্রোহী কন্যা (১৯৯৬), স্বজন (১৯৯৬), আমার ঘর আমার বেহেশত (১৯৯৭), আমার দেশ আমার প্রেম (১৯৯৮), মা যখন বিচারক (১৯৯৮), অনন্ত ভালবাসা (১৯৯৯), কিলার (২০০০), সত্যের বিজয় (২০০৩), স্বামী ছিনতাই (২০০৪), বলো না ভালোবাসি (২০০৫), বৃষ্টি ভেজা আকাশ (২০০৭), কথা দাও সাথী হবে (২০০৭), আমার জান আমার প্রাণ (২০০৮), পরাণ যায় জ্বলিয়ারে (২০১০), কোটি টাকার প্রেম (২০১১), দ্যা স্পীড (২০১২), সে আমার মন কেড়েছে (২০১২), এক মন এক প্রাণ (২০১২), লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪) প্রভৃতি।

তাঁর পরিচালিত বেশীরভাগ চলচ্চিত্রই বাণিজ্যসফল হয়েছে ও জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে একজন মেধাবী ও জনপ্রিয় পরিচালক হিসেবে সুপরিচিত ছিলেন তিনি।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একাধিকবার নির্বাচিত মহাসচিব ও সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’র যুগ্ম-মহাসচিব ও ভাইস চেয়ারম্যান হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইউনিভার্সেল পারফর্মিং আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন