English

21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

প্রতিবাদের মুখে যুক্তরাজ্যে কঙ্গনার সিনেমার প্রদর্শনী বন্ধ

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সিনেমা ‘ইমার্জেন্সি’ শুরু থেকেই নানা সমস্যায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে গত ১৭ জানুয়ারি সিনেমাটি স্বল্প পরিসরে মুক্তি পায়। ভারতের বিভিন্ন শহরসহ অনেক দেশেই এটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যেই নতুন করে ঝামেলায় পড়ল কঙ্গনার এই সিনেমা। যুক্তরাজ্যের লন্ডনে খালিস্তানপন্থীদের প্রতিবাদের মুখে ইমার্জেন্সির শো বন্ধ করা হয়।

ভারতীয় গণমাধ্যমটি জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় বুধবার রাতে হ্যারো ভ্যু সিনেমা হলে দেখানো হচ্ছিল ‘ইমার্জেন্সি’। সিনেমা চলাকালীন এক পর্যায়ে কয়েকজন মাস্ক পরিহিত লোক সিনেমাহলে ঢুকে পড়েন। তারা ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে হল কর্তৃপক্ষ সিনেমাটি বন্ধ করে দেয়।

ওই সিনেমা দেখতে গিয়েছিলেন সালোনি বেলাইত নামে একজন ব্রিটিশ-ভারতীয়, সঙ্গে ছিল তার কয়েকজন বন্ধুও। তিনি জানান, সিনেমা শুরু হওয়ার ৪০ মিনিট বাদে এই ঘটনা ঘটে। মাস্ক পরিহিত কয়েকজন নারী ও পুরুষ ঢুকে ‘ডাউন উইথ ইন্ডিয়া’ স্লোগান দিতে থাকে। তারা কিছু লিফলেটও দেয়। এসব লিফলেটে শিখ সম্প্রদায়ের গণহত্যার কথা উল্লেখ ছিল।

এদিকে মাস্ক পরিহিতদের প্রবেশের ১০ মিনিট বাদেই হলটিতে পুলিশ হাজির হয়। তবে তারা কাউকে গ্রেফতার করেনি। তারা সিনেমা হলে উপস্থিত দর্শকদের বলেন, প্রতিবাদ করার অধিকার রয়েছে সকলেরই। যেহেতু কোন হতাহতের ঘটনা ঘটেনি, তাই কাউকে গ্রেফতার করা হয়নি।

ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন সিনেমা হলটিতে থাকা কর্মরতরা। তারা ভীতসন্ত্রস্ত হয়ে সিনেমাটির প্রদর্শন বন্ধ করে দেন।

কঙ্গনার বহুল আলোচিত ইমার্জেন্সি সিনেমা ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ড সিনেমার মুক্তি আটকে দেয়। প্রেক্ষাগৃহে মুক্তির আগে কিছু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা নিয়ে ছবিটিকে সমালোচনার মুখে পড়তে হয়। বাদ দিতে হয় কিছু দৃশ্যও। সিনেমাটিতে ইন্ধিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমাটির পরিচালক ও প্রযোজকও তিনি। ছবিটি ব্যবসা সফল হবেনা বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন