নাসিম রুমি: মনের মতো গল্প পেলে কাজ করতে চান বলে জানিয়েছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস। তার অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।
রোজার ঈদে ‘লাল শাড়ি’ সিনেমাটি মুক্তি পেয়েছে অপুর। সরকারি অনুদানের ছবিটির প্রযোজকও ছিলেন তিনি। এদিকে এ ছবির পর নতুন কোনো ছবিতে এখনো চুক্তিবদ্ধ হননি এই নায়িকা।
এদিকে এই অভিনেত্রী নিজের সিনেমার কাজ বিষয়ে বলেন, একটু ভেবে-চিন্তেই এখন কাজ করতে চাই। তাই সময় নিচ্ছি। মনের মতো গল্প ও চরিত্রের কাজ হলেই কেবল সিনেমায় কাজ করব।
তিনি আরও বলেন, রয়েছি ‘ছায়াবৃক্ষ’ ছবিটির। প্রেম, সংগ্রাম ও চা শ্রমিকদের যাপিত জীবন তুলে ধরা হয়েছে এ ছবিতে। ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অপু ও নিরব ছাড়াও ছবিতে অভিনয় করেছেন- নওশাবা, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ ও সুস্মি।