সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘আদেশ দিয়ে’ শিরোনামে নতুন গান। লেখক-গীতিকবি স্যামুয়েল হক’র কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন মেহেদী।
গানটি প্রকাশ করেছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিরিজ। বৃহস্পতিবার (৮ জুলাই) স্টুডিও ভার্সন ভিডিওতে জি সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় এই গান।
এ গান প্রসঙ্গে পিন্টু ঘোষ বলেন, ‘খুবই যত্ন নিয়ে গানটি তৈরি করেছেন মেহেদী ভাই। আমি চেষ্টা করেছি গানটির কথা-সুরের ভেতরে গিয়ে গাওয়ার। বলতেই হয়, নিঃসন্দেহে এ গানের কৃতিত্বটা মেহেদী ভাইকেই দিতে হবে। আর স্যামুয়েল হকের গানের বাণীও অসাধারণ। সবমিলিয়ে দারুণ একটি গান হয়েছে। এখন শ্রোতাদের ভালো লাগলেই কাজটি সার্থক হবে।’
এ গান প্রসঙ্গে জি সিরিজ জানায়, এটি একটি কথাসমৃদ্ধ গান। সেই সঙ্গে সুর-সঙ্গীতও দারুণ হয়েছে। আর এককথায় অসাধারণ। বলতেই হবে, গানটি ভালোভাবে কণ্ঠে তুলেছেন পিন্টু ঘোষ। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।