English

29 C
Dhaka
শনিবার, মার্চ ২৯, ২০২৫
- Advertisement -

প্রকাশ্যে দীপিকা-রণবীরের মেয়ের ছবি, কী নাম রাখলেন?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের অন্যতম তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন-রণবীর সিং। এবার ভক্ত-অনুরাগীদের দিওয়ালির উপহার নিয়ে আসছেন এ তারকা দম্পতি। প্রকাশ্যে আনলেন মেয়ের পায়ের ছবি। পাশাপাশি ঘোষণা করলেন মেয়ের নাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ছোট্ট দু’টি পা লাল চুড়িদার পরে। সুন্দর কাজ করা পোশাক, মুখ সামনে আনেননি মেয়ের। নাম রাখলেন দুয়া।

ক্যাপশনে লিখেছেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। কারণ আমাদের প্রার্থনার উত্তর আমাদের কন্যা। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ।’ শেষে নিজেদের নাম লেখেন তারা, দীপিকা ও রণবীর। ছবি পোস্ট হতেই শুভেচ্ছাবার্তার বন্যা।

খুদের ছবি পোস্ট হওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই লাইকের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ লক্ষের গণ্ডি। ছবিতে ভালোবাসা জানিয়েছেন আলিয়া ভাট, নকুল মেহতা, আলিম হাকিম, ডিয়ানা পেন্টি, পত্রলেখা, শালিনী পাণ্ডে প্রমুখ তারকারা।

শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরাও। গত ৮ সেপ্টেম্বর, তারকা দম্পতির কোল আলো করে হাজির হয় ছোট্ট দুয়া। সেই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই জানিয়েছিলেন দম্পতি। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা- রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেইন’ অভিনয় করেছিলেন দীপিকা। আর দীপাবলিতে ছবির মুক্তির পরই মেয়ের নাম জানালেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন