নাসিম রুমি: ‘চোখে চোখে’ শিরোনামের একটি গানে সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ভারতের পীযুষ দাসের কথায় এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গান ভিডিওটি। মনোরম লোকেশনে দৃশ্যায়িত এই ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।
ইমরান মাহমুদুল বলেন, ‘অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি। সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি।’
তিনি আরও বলেন, ‘অনেকদিন পর একটি সুইট রোমান্টিক গান করলাম। যারা একটু সফট রোমান্টিক মেলোডি গান পছন্দ করেন এই গানটি তাদের জন্য। কিছু শ্রোতাদর্শকদের অনেক ডিমান্ড ছিল এ ধরনের গানের জন্য। তাদের বাইরে অন্যরাও শুনতে পারেন। আশা করি ভালো লাগবে।’
অন্যদিকে নায়িকা দীঘি বলেন, ‘গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সাথে আমার এটাই প্রথম কাজ। আর প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।’
পূজা বলেন, ‘ইমরান ভাইয়ের সাথে প্রায় ৫ বছর পর আবার একটা গান করলাম। মনে হলো অনেক দিন পর খুব ভালো একটা কাজ করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে।’