জুলাই মাসে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন পূর্ণী। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন তিনি। সেই পারশা প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হয়ে আসছে দিবসটি। এ বছর ছিল রজতজয়ন্তী। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশের সংগীতশিল্পীদের একটি দল, পারশাও ছিলেন সেই দলে।
ইউনেস্কো সদর দপ্তরে পারফর্মের অভিজ্ঞতা জানিয়ে পারশা বলেন, ‘দারুণ এক অভিজ্ঞতা যোগ হয়েছে আমার জীবনে। এত বড় অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য গর্বের। একেবারে শেষ মুহূর্তে জানতে পারি, আমাকে সিলেক্ট করা হয়েছে। সেখানে আমি গেয়েছি টুনটুন বাউলের সঙ্গে। তার সঙ্গে গাইতে পারা আমার জন্য অনেক বড় পাওয়া।’
গানের পাশাপাশি অভিনয়েও নিজের নাম জড়িয়েছেন তিনি। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এতে ঊষা চরিত্রে প্রশংসিত হয়েছে তার অভিনয়।