এ বছর প্যারিস ফ্যাশন সপ্তাহের তৃতীয় দিনে দ্যুতি ছড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘লুই ভিতোঁ’র ব্র্যান্ড অ্যাম্বাসডর দীপিকা।
প্যারিসে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর পরনে ছিল লুই ভিতোঁরই পোশাক। সোনালি, রূপোলি সুতোর, উলজাতীয় ফ্যাব্রিক দিয়ে তৈরি, ধূসর প্যাস্টেল শেডের হাতকাটা, উঁচু-গলা রাফ্ল দেওয়া ড্রেসে দীপিকা হয়ে উঠেছিলেন মোহময়ী।
দীপিকার হাতে ছিল প্রায় আট লাখ রুপির ‘লুই ভিতোঁ’র ব্যাগ। গরু এবং ভেড়ার চামড়া দিয়ে তৈরি বহু মূল্যের এই ব্যাগের রং যেন ধূসর পোশাকের সঙ্গে আরও ভাল ফুটে উঠছিল।
চোখে মাস্কারা, গাঢ় খয়েরি রঙের লিপস্টিক এবং রুপালি অভ্র দেওয়া আই শ্যাডোয় ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন দীপিকা।