English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

পূজায় আসছে কুসুমের ‘শরতের জবা’

- Advertisements -

অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয় ছাড়াও তাঁর পরিচিতি রয়েছে মডেল, গায়িকা এমনকি লেখক হিসেবেও। নির্মাতা হিসেবে তিনি যে নাম লিখিয়েছেন এ তথ্য অনেকেরই কম-বেশি জানা। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’ ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এরপর থেকেই সিনেমার মুক্তির তারিখ জানার জন্য অপেক্ষায় ছিলেন দর্শক-ভক্তরা।

সেপ্টেম্বরে এর মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি পিছিয়েছে। অবশেষে সিনেমাটির মুক্তি নিয়ে সমকালের সঙ্গে কথা বলেন কুসুম। আসছে দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

সিনেমার মুক্তি প্রসঙ্গে কুসুম বলেন, ‘অনেক যত্ন করে সিনেমাটি বানিয়েছি। চাইলেই এটি আমি তিন মাসে নির্মাণ করতে পারতাম। প্রায় এক বছর সময় নিয়ে তৈরি করেছি। আমি চাইছিলাম, আমার প্রথম সিনেমাটি দর্শক দেখুক। এ কারণে একটি উৎসবের সময় খুঁজছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপূজার উৎসবে অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এটি দর্শক দেখতে পাবেন।’

অভিনেত্রীর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থে ‘শরতের জবা’ নামে একটি ছোট গল্প আছে। সেই গল্প থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে ‘শরতের জবা’। শুধু প্রযোজনাই নয়, সিনেমার চিত্রনাট্য, পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন কুসুম। কিছুদিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু করবেন তিনি। সিনেমার পুরো শুটিং করেছেন নড়াইল জেলায়।

এই অভিনেত্রী-নির্মাতা বলেন, ‘সিনেমার সব কিছুর সঙ্গে সরাসরি যুক্ত থেকে কাজটি করেছি। চিত্রনাট্য করেছি, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সব নিজে থেকে করেছি। শুধু অভিনয় শেখা ছিল, বাকিটা শেখা ছিল না। কাজগুলো যেমন আনন্দের আবার কষ্টেরও। অনেক কিছু শিখছি। অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা নতুন এবং পরিচালক হিসেবে কাজটি ছিল

সিনেমায় কুসুম শিকদারের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তারা। অভিনয় থেকে দূরে থাকলেও কুসুম বেশ আগে ‘মরীচিকা মায়া’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন। পাশাপাশি তাঁকে মডেল হিসেবেও দেখা যাবে এ গানে। এতে তাঁর সহশিল্পী কাজী সাকিব। গানটি যৌথভাবে লিখেছেন কুসুম শিকদার ও সন্ধি। সুর ও সংগীত সন্ধির। এটি নির্মাণ করেছেন রায়হান খান। অনেক আগেই তো ‘মরীচিকা মায়া’র কাজ শেষ হয়েছে।

গানটি প্রকাশে এত বিলম্ব কেন জানতে চাইলে কুসুম আরও বলেন, “নানা ব্যস্ততায় ‘মরীচিকা মায়া’ গানটি প্রকাশ করতে পারিনি। দর্শক-শ্রোতাদের মতো আমিও অপেক্ষা করছি গানটির জন্য। সিনেমার ঢঙেই ধারণ হয়েছে সাড়ে ৮ মিনিটের মিউজিক্যাল ফিল্মটি। আশা করছি, ‘শরতের জবা’ মুক্তির পরপরই গানের ভিডিওটি মুক্তি পাব বলে আশা করছি।’

চ্যালেঞ্জিং। তবে উপভোগও করছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন