নাসিম রুমি: মুক্তির আগে মুগ্ধতার কথা ছিলো, অথচ দর্শকরা প্রকাশ করছে ক্ষুব্ধতা! ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’। যার মাধ্যমে পর্দায় আবার পুষ্পা রাজ হয়ে ফিরছেন আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা হচ্ছেন শ্রীভল্লি।
দু’জনের পুরনো রসায়ন নতুন করে দেখার অপেক্ষায় অধীর যখন দর্শক, তখনই মিলছে অসন্তোষের খবর। যার শুরুটা হয়েছে ২৯ নভেম্বর।
দর্শকদের আগ্রহের চাপে এদিন (শক্রবার) ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকার ‘পুষ্পা’ সিক্যুয়েলের জন্য অতিরিক্ত শো-এর ব্যবস্থা করেছে। যাতে করে মুক্তি পাওয়ার প্রথম দিন থেকে আরও বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারে। শো সংখ্যা বাড়িয়ে টিকিট স্বাভাবিক রাখলেও সেটির যে মূল্য ধরা হয়েছে, তাতেই চটেছে দর্শক। অভিযোগ, টিকিটের দাম অনেক বেশি রাখা হয়েছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নিন্দার ঝড় উঠেছে।
জানা গেছে, ৪ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে নয়টা থেকে যে শো শুরু হবে সেই শো-এর টিকিট মূল্য ৮০০ রুপি ধার্য করা হয়েছে। বিশেষ স্ক্রিনিংয়ের সময় সিঙ্গেল স্ক্রিনের জন্য ১৫০ রুপি এবং মাল্টিপ্লেক্সগুলির জন্য ২০০ রুপি বাড়ানো হয়েছে। এতে করে টিকিট মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩০০০ রুপি পর্যন্ত!