অভিযুক্ত গ্যাংস্টারের বিরুদ্ধে দুটি খুনসহ ২৭টি অপরাধের অভিযোগ রয়েছে। তবে এখানেই শেষ নয় আগেও বহুবার পুলিশ তাঁকে ধরার চেষ্টা করছে, কিন্তু সে পুলিশকেও বহুবার আক্রমণ করেছে।
তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য অভিযুক্ত আল্লুর স্টাইলই ফলো করত। আর তাই এবার তার চালেই তাকে কাবু করে পুলিশ, তাকে ধরতে ফাঁদ হিসেবে বেছে নিল ‘পুষ্পা ২’ চলতে থাকা সিনেমা হল।
জানা যায়, পুলিশ সেই আসামির গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জোগার করে। তারপর আসল ঘটনা ঘটে সিনেমা হলে। পুলিশ প্রথমে তার গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়। তারপর পুলিশ হলের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে হলটা ঘিরে নেয়। তারপর সুযোগ বুঝে ঠিক ক্লাইম্যাক্সের সময় ধরে ফেলে অভিযুক্তকে।
‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে হৈচৈ দেখা গেছে তেমনি অন্যদিকে একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লু অর্জুন। সিনেমা মুক্তি ঠিক আগের দিন ৪ ডিসেম্বর তেলেঙ্গানায় দর্শকদের চাপে পড়ে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় ওই নারীর একমাত্র ছেলে। দুর্ঘটনার সমস্ত দায় স্বীকার করে অভিনেতা ক্ষমা চাইলেও ১৩ ডিসেম্বর অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়ে ছেড়ে দেয়। তবে একরাত জেলেই কাটাতে হয়েছে সুপারস্টারকে। তবে বিতর্ক ছাপিয়ে বক্স অফিসে দারুণ সফল ‘পুষ্পা ২’। মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করে ফেলেছে আল্লু আর্জুনের এই অ্যাকশন ধামাকা।