সমালোচনা, নিন্দা, কটাক্ষ, ট্রোলিং, দীর্ঘ দুই বছর ধরে বিতর্কের ঝড় বয়ে গেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনে। ২০২০ সালে জুন মাসে রিয়ার প্রেমিক ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকেই কাঠগড়ায় তুলেছিলেন নেটিজেনরা। তবে রিয়া পাশে পেয়েছিলেন হাতেগোনা কয়েকজন তারকাকে।
দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে কাজের জগতে স্বাভাবিক ছন্দে ফিরলেন তিনি। ধন্যবাদ জানালেন তাদের, যারা দুঃসময়ে রিয়ার পাশে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি শেয়ার করেছেন রিয়া। ছবির ক্যাপশনে লিখেছেন, দুই বছর পর কাজে গিয়েছিলাম। এই কঠিন সময়ে যে বা যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যাই হয়ে যাক না কেন সূর্যের তো উদয় হয়ই, তাই হাল ছেড়ো না।
দুই বছর আগে জুন মাসের পর চলতি বছর ফেব্রুয়ারিতে কাজ শুরু করলেন রিয়া। শহরের এক নামী রেডিয়ো স্টেশনের কোনও এক টক শো এ দেখা গেল তাকে। জীবনের নতুন অধ্যায় মনের জোরে একাই শুরু করলেন রিয়া। তাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
রেডিও স্টেশনে মাইকের সামনে দাঁড়িয়ে রিয়া। হাতে স্ক্রিপ্ট। মুখে স্নিগ্ধ হাসি। রিয়ার ছবিতে শিবানী দন্ডেকার, পত্রলেখা, মল্লিকা দুয়া সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। রিয়ার গ্রেফতার হওয়ার পর প্রতিবাদ করেছিলেন শিবানী। অভিনেত্রী কাজে ফেরায় তিনিও অত্যন্ত খুশি।
ছবির কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘এগিয়ে যাও মেয়ে’। মাদক কাণ্ডে রিয়ার হাজতবাস হয়। তিনি জামিন পেয়ে এতগুলো মাস গৃহবন্দি ছিলেন। কিন্তু সুশান্তের মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি।