English

30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
- Advertisement -

পুনরায কী শুরু হচ্ছে শাকিব-অপুর সংসার?

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘদিন ধরেই শাকিব-বুবলী-অপুর সম্পর্ক থাকা, না থাকার দোলাচলে রীতিমতো দ্বিধা বিভক্ত অনুরাগীরা। ক’দিন পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু-বুবলীর অন্তর্দ্বন্দ্ব হাসির খোরাক হিসেবে দেখেন বিনোদনপ্রেমীরা।

যদিও বিষয়টি নিয়ে এতদিন মুখে কুঁলুপ এঁটেই ছিলেন শাকিব খান। তিনিও হয়তো দর্শকের কাতারে দাঁড়িয়ে দুই সাবেকের কাঁদা ছোঁড়াছুড়ি উপভোগ করছিলেন! অন্যদিকে বুবলী বরাবরই বলে আসছিলেন শাকিবের সঙ্গে তার স্বাভাবিক সম্পর্ক রয়েছে।

এমনকি গত ঈদেও তারা নাকি একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন এবং শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’র নায়িকাও হচ্ছেন তিনি।—বুবলীর বরাত দিয়ে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। তবে বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে শাকিব খানের করা মন্তব্য সব হিসেব-নিকেষ পাল্টে দিয়েছে।

অন্যদিকে বেশ কিছুদিন ধরেই আলোচনা রয়েছে শাকিবের পরিবারের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের উন্নতি হয়েছে। তাদের একে অনেকের বাসায় যাতায়াতও বেড়েছে। আবার অনেকেই বলছেন, অপুর ওপর থেকে শাকিবের রাগ-অভিমানও কমে গেছে।

এমনকি তারা আবার নতুন শুরুর পরিকল্পনা করছেন বলেও অনেকে মনে করছেন। এবার তারা সেই জল্পনা-কল্পনার অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন বুবলীর কথায়।

শাকিবকে সিদ্ধান্ত নিতে বলা, জীবনকে গোছানো বা লুকোচুরি না শব্দগুলো তিনি শাকিব-অপুর সম্পর্ককে ইঙ্গিত করেই লিখেছেন বলে ধারণা করছেন অনেকে।

এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে গতকালই দেশে ফিরেছেন অপু বিশ্বাস। তবে জল্পনা-কল্পনা প্রশ্নে মুখ খুলতে চাননি তিনি। শুধু বলেন, ‘কী হচ্ছে, আর কী হবে তা সময়ই বলে দেবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন