বলিউডে নায়কদের চেয়ে নায়িকাদের পারিশ্রমিক কম নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী। এই ধরনের ভাবনাকে ভাঙতে চেয়েছেন এবং কিছুটা ভেঙেছেনও প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোনসহ আরও কয়েকজন নায়িকা। তবে এখনও পারিশ্রমিকের ব্যাপারে নায়িকাদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন নায়করা। এ নিয়ে নায়িকাদের মধ্যে ক্ষোভও রয়েছে। সেই ক্ষোভ মাঝে মধ্যে উঠে আসে খবরের শিরোনামে।
বলিউডে এমনটি হলেও, হলিউডে কিন্তু অন্যরকমই ঘটনার সাক্ষী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই বললেন প্রিয়াঙ্কা।
বর্তমানে হলিউড সিনেমা ‘সিটাডেলে’র প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সেই প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই। গত ২২ বছর ধরে বিনোদনজগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্যিই ভাল লাগার মতো ঘটনা। তবে সেই পারিশ্রমিকের পরিমাণ উল্লেখ করেননি তিনি।
এক সময় মুম্বাইয়ের ‘দেশি গার্ল’ ছিলেন প্রিয়াঙ্কা। তবে এখন তার বাস মার্কিন মুলুকে। হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।