English

16 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

পাত্র খুঁজছেন রাইমা সেন

- Advertisements -

নাসিম রুমি: বিয়ের জন্য পাত্র খুঁজছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। বর হিসেবে কেমন পাত্র চান, জানিয়েছেন সে কথাও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সঙ্গে কথা প্রসঙ্গে বিয়ের কথা বলেন রাইমা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ নিয়ে আসছেন রাইমা সেন। তবে রবি ঠাকুরের ‘রক্তকরবী’র সঙ্গে এই সিরিজের কোনো মিল নেই। নুতন সিরিজের প্রচারের ফাঁকেই নিজের মনের কথা বলেছেন রাইমা।

নিজের বিয়ের বিষয়ে প্রসঙ্গে রাইমা সেন বললেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’

রাইমা মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, বাবার দিক থেকে আবার রাজ পরিবারের মেয়ে তিনি। কেমন পাত্র চান তিনি, এমন প্রশ্ন করা হলে রাইমা বলেন, ‘ভালো মানুষ চাই। আমার এমন একজন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না ‘। এ সুঅভিনেত্রী বলেন, ‘যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড কিন্তু আমি সিঙ্গল, সবাইকে বলতে চাই।’

কাজের বিষয়ে রাইমা বলেন, ‘আমি একটু বেছে কাজ করি, তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভালো কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর ‘‘রক্তকরবী’’তে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভালো। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।’

বলিউডে বেশ কিছু ছবির কাজ করছেন রাইমা। বাংলা সিরিজের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায় আছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন