মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় টকশো উপস্থাপক ও সাবেক এমএনএ আমির লিয়াকত হুসাইন (৫০)। জানা গেছে, করাচির নিজ বাড়িতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়। খবর ডন ও জিও টিভির।
করাচি পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে, গতকাল বুধবার রাতে বুকে ব্যথা উঠলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান আমির লিয়াকত।
জানা গেছে, গেল মে মাসে বিয়ের চার মাসের মাথায় এই জনপ্রিয় উপস্থাপককে ডিভোর্স দেন তার তৃতীয় স্ত্রী সৈয়েদা দানিয়া শাহ (১৮)। এছাড়া ইমরান খানের দল পিটিআইয়ের টিকেটে তিনি এমএনএও নির্বাচিত হয়েছিলেন।