পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। ছোট ও বড় পর্দায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। সীমানা পেরিয়ে বলিউডের সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি। এবার সাবার পোশাক নিয়ে আপত্তি জানালেন পাকিস্তানের জনপ্রিয় পরিচালক খলিল-উর-রেহমান কামার। সাবার পোশাককে ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন এই নির্মাতা।
কয়েক দিন আগে পাকিস্তানের একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন পরিচালক খলিল-উর-রেহমান কামার। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, আবারো সাবা কামারকে নিয়ে কাজ করবেন কিনা? জবাবে খলিল-উর-রেহমান কামার বলেন, ‘আমার মনে হয় না সাবা কামারের সঙ্গে আর কাজ করা হবে। কারণ সে এমন অশ্লীল পোশাক পরে, যা আমার মানদণ্ডের সঙ্গে যায় না।’
২০১৩ সালে পরিচালক খলিল-উর-রেহমান কামার নির্মাণ করেন ‘বান্টি আই লাভ ইউ’ শিরোনামে ধারাবাহিক নাটক। ২০১৪ সাল পর্যন্ত প্রচার হয় এটি। এ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন সাবা। সেই অভিজ্ঞতা স্মরণ করেন খলিল-উর-রেহমান বলেন, ‘সাবা কামার একজন মেধাবী অভিনেত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার নাটকে দুর্দান্ত অভিনয় করেছিল। কিন্তু এখন সে যে ধরনের পোশাক পরিধান করে তা আমাদের সংস্কৃতি, মূল্যবোধের বিরোধী।’
সাবা কামারের অধিকার আছে নিজের পছন্দের পোশাক পরিধান করার। এ যুক্তি স্বীকার করে খলিল-উর-রেহমান বলেন, ‘আমি জানি, এই ধরনের পোশাক পরা সাবার ব্যক্তিগত পছন্দ। এতে আমার কোনো সমস্যা হওয়া উচিত নয়। তবে আমারও বেছে নেওয়ার অধিকার রয়েছে।’
পাকিস্তানের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন সাবা কামার। তবে পাকিস্তানের গুজরানওয়ালা শহরে বেড়ে উঠেছেন। পড়াশোনার উদ্দেশ্যে লাহোরে বসবাস শুরু করেন সাবা। সেখানে অভিনয়ে হাতেখড়ি এই অভিনেত্রীর। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পদচারণা শুরু সাবা কামারের। তবে অল্প সময়ের মধ্যেই রূপ আর অভিনয় দক্ষতার পরিচয় দেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেও জনপ্রিয়তা লাভ করেন।
২০০৫ সালে টেলিভিশন সিরিজ ‘মেইনে আরাত হু’-এর মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে সাবার। ২০১৩ সালে উর্দু ভাষার ‘আইনা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এতে ইরফান খানের সঙ্গে অভিনয় করেন সাবা। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া পাকিস্তানি অভিনেত্রীদেরও অন্যতম এই অভিনেত্রী।