পাকিস্তানি অভিনেত্রী সায়মা নূর সিনেমা এবং টেলিভিশন নাটকে একজন জনপ্রিয় মুখ। পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমা ‘চুড়িয়াঁ’ সিনেমায় অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন সায়মা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফাঁস হয়েছে। একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সায়মার ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। তবে ভিডিওর ওই নারী আদৌও সায়মা নূর কি না, তা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে।
ব্যক্তিগত জীবনে ৫৬ বছর বয়সী সায়মা নূর ২০০৫ সালে বিয়ে করেন নির্মাতা সৈয়দ নূরকে। তবে বিয়ের দুই বছর পর খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। কিন্তু ২০১৮ সালে গুঞ্জন উঠেছিল ভেঙে গেছে তাদের সেই সংসার। তবে সব গুঞ্জন উড়িয়ে এখনও সুখে সংসার করছেন এই দম্পতি।
সায়মা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো, ‘মাজাজান’ (২০০৬), ‘ভাই লোগ’ (২০১১), ‘নাগ অর নাগিন’ প্রভৃতি।