তারকা দম্পতি রাজ-পরীর একমাত্র সন্তান রাজ্য। গত ১০ আগস্ট তার জন্ম। এর মধ্যে কেটে গেছে তিন মাস! ছেলের জন্মদিন প্রতি মাসেই উদযাপন করেন এই দম্পতি।
তেমনই এক জন্মদিনে রাজের তোলা সেই মুহূর্তের একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমনি।
পরীকে অনেক সম্মান করি, ভালোবাসি উল্লেখ করে রাজ আরও বলেন, ‘আমি সংসার, স্ত্রী, সন্তান নিয়ে অনেক আনন্দিত একজন মানুষ। পরী আমাদের সন্তান নিয়ে ভালোই আছি। পরীকে অনেক সম্মান করি ভালোবাসি। সব সময় এই কথা বলে আসছি, আগামীতেও বলে যাব।’