সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন জাকিয়া সুলতানা কর্ণিয়া। করোনাকালীন এই সময়ে ঘরবন্দী থাকলেও বসে ছিলেন না তিনি। বেঁধেছেন নতুন গান। সম্প্রতি নতুন একটি গানের ভিডিও নির্মাণ করেছেন তিনি। ‘অন্ধ প্রহর’ শিরোনামের এই গানটির কথা, সুর-সংগীত করেছেন সেতু চৌধুরী। আর ভিডিও নির্মাণ করেছেন তারই বন্ধু পি. সুপ্পু।
কর্ণিয়ার ভাষ্য, ‘করোনার এই সময়ে বেশ কিছু নতুন গান তৈরি করেছি। এর মধ্যে সম্প্রতি একটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। সিলেটের মনোরম পরিবেশে গানটির দৃশ্যধারণ করেছি আমরা। গানটি একটু সফট ঘরনার। আমি যে ধরনের গান করি তার থেকে অনেকটাই ভিন্ন ধাঁচের। পূজার পরপরই গানটি প্রকাশের পরিকল্পনা আছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
এদিকে, করোনাকালীন সময়ে বিয়ে করেছেন সুরেলা কণ্ঠের এই গায়িকা। বর নাবিল সালাউদ্দিন। একেবারে ঘরোয়া আয়োজনে গত ২৭ জুলাই তারা বিয়ের পিঁড়িতে বসেন। এখন ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার অপেক্ষায় প্রহর গুণছেন পাওয়ার ভয়েস’খ্যাত এই কণ্ঠশিল্পী।
কর্ণিয়া বলেন, ‘চলতি বছর ২৭ মার্চ বিয়ের কথা থাকলেও, করোনার কারণে ঘরোয়া আয়োজনে তা হয়েছে ২৭ জুলাই। কাছে আত্মীয়-স্বজনদেরও আমন্ত্রণ জানাতে পারিনি। এ নিয়ে অনেকেই মন খারাপ করে আছে। তবে বিবাহোত্তর সংবর্ধনার হবে বেশ ঘটা করে। কাছের সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু সেই আয়োজনাটা কবে হবে, তা এখনো বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘করোনার প্রকোপ না কমলে আয়োজনও করা সম্ভব হচ্ছে না। তাছাড়া অনেক আত্মীয়-স্বজন দেশের বাইরে আছেন, তারাও অংশ নিতে পারবেন না। তাই অপেক্ষায় আছি, করোনার প্রকোপ কমলেই আয়োজনটা করবো। দেশের বাইরেও ঘুরতে যাবো। করোনার কারণে পরিকল্পনাগুলো সব এলোমেলো হয়ে গেছে।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন