English

25 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
- Advertisement -

নিশো-তমা জুটির নতুন সিনেমা ‘অসিয়ত’

- Advertisements -

নাসিম রুমি: ব্লকবাস্টার সিনেমা “সুড়ঙ্গ”র জনপ্রিয়তার ধারাবাহিকতায় বড় পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো ও তমা মির্জা। নতুন এ সিনেমার নাম “অসিয়ত”। এটিও নির্মাণ করছেন সুড়ঙ্গের নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি নিয়ে তুমুল হইচই শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে।

রায়হান রাফীর “সুড়ঙ্গ” এবং “তুফান” এর মতো “অসিয়ত” সিনেমাটির সঙ্গেও রয়েছে ভারতের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ (শ্রী ভেঙ্কটেশ ফিল্মস) এবং বাংলাদেশের আলফা-আইয়ের নাম। “সুড়ঙ্গ” এবং “তুফান” সিনেমা দুটির প্রযোজনায় ছিল আলফা-আই, আর পরিবেশক হিসেবে ভূমিকা পালন করেছিল এসভিএফ। তবে “অসিয়ত” সিনেমাটির প্রযোজনায় থাকছে স্টুডিও দুইটির সমন্বয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশি কোম্পানি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। নিশো-তমা জুটি বাদে সিনেমাটিতে অভিনয়ে আর কারা থাকছেন এবং গল্পের পটভূমিই বা কি- সে ব্যাপারে এখনও কিছু প্রকাশ করা হয়নি। তবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শকদের।

২০২৫ সালের ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাবতীয় পরিকল্পনা চলছে “অসিয়ত” সিনেমাটি নির্মাণের। ২০২৩ সালের ঈদ-উল-আজহায় “সুড়ঙ্গ” মুক্তি পেয়েছিল জনপ্রিয় ওটিট (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্ম চরকিতে। একইভাবে “অসিয়ত” সিনেমাটির সঙ্গেও দেশের শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্মের সম্পৃক্ত হওয়ার কথা চলছে। শিগগিরই এক জমকালো আয়োজনের মাধ্যমে এই সম্পৃক্ততাসহ মুক্তির স্পষ্ট দিনক্ষণ নিয়ে দর্শকদের সামনে হাজির হবে “অসিয়ত” টিম।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন