নির্লোভ মেয়েরা সুখী হতে জানে―এমনটাই মনে করেন অভিনেত্রী মনিরা মিঠু। নিজের ফেসবুক হ্যান্ডেলে এ কথা বলেছেন এই অভিনেত্রী।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মিঠু বলেন, নির্লোভ মেয়েরা সুখী হতে জানে, লোভী মেয়েরা সুখের ব্যাখ্যা জানে না, তারা ভাবে তারা সুখী।
অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় অভিনেত্রী মিঠু।
এই অভিমতের সঙ্গে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, সুখের ব্যাখ্যা কী সঠিক বলতে পারব না। তবে সুখের সাক্ষাৎ একবার পেয়ে হারিয়ে ফেলছি। যাহা খুঁজতে পথে পথে ঘুরছি। জগতের সকল মানুষের সুখী কামনা।
এক ভক্ত লিখেছেন, এরা অর্থের প্রাপ্তিকে প্রিয়জন মনে করে। নিজের স্বার্থকে প্রাধান্য দেয়।
আরেক ভক্ত লিখেছেন, কথায় যুক্তি আছে। মনে মনে ভাবছিলাম আপনার কাছ থেকে এ রকম কিছু একটা কথা আসবে।
হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে আসেন মনিরা মিঠু। এখন টিভি-চলচ্চিত্রের নিয়মিত মুখ। মনিরা মিঠু অভিনয় শুরু করেন ২০০১ সালে, হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটকের মাধ্যমে। তবে দর্শকরা তাঁকে চিনেছে ‘বুয়া বিলাস’ দিয়ে―এমনটাই দাবি তাঁর।
বলেছিলেন, ‘এ নাটকটি হুমায়ূন আহমেদ আমাকে গিফট দিয়েছিলেন। যে আমি কখনো থিয়েটার করিনি, এমনকি ক্যামেরাও দেখিনি―সেই আমি অভিনয় শুরু করে দিলাম। এমনকি অভিনেত্রী হব, ভেতরে ভেতরে এমন স্বপ্ন দেখাও শুরু হলো। কী অদ্ভুত!’