নাসিম রুমি: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। স্টারকিডের তকমা নিয়ে বি-টাউনে যাত্রা শুরু করলেও এখন তিনি নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছে ওপরের দিকে। এর কারণ হিসেবে অনেকেই ব্যাখ্যা করেছেন কাজের প্রতি তার ভালোবাসা ও ডেডিকেশন। এবার নিজের দাম বাড়িয়ে দিলেন শ্রীদেবী ও বনী কাপুরকন্যা। বর্তমানে তিনি একটি সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১০ কোটি রুপি। খবর কুইমুইয়ের।
ইন্ডাস্ট্রিতে জাহ্নবীর যাত্রা শুরু হয় নির্মাতা শশাঙ্ক খাইতানের ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে তিনি বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে যান। এরপরই প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিতে থাকেন ৩ কোটি রুপি। এরপর তিনি ‘রুহি’ ও ‘মিলি’ সিনেমায় অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হতে থাকেন। যার কারণে নিজের কাজের পারিশ্রমিক বাড়িয়ে ৬ কোটি রুপি করেন। এরপর দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে আসন্ন ‘দেভারা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।
এরপরই পারিশ্রমিক বেড়ে যায় এই অভিনেত্রীর। বর্তমানে তিনি একটি সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তার নিচে রয়েছে বলিউড অভিনেতা সাইফ আলী খানের পারিশ্রমিক ৯ কোটি রুপি। তবে ‘দেভারা’ সিনেমার জন্য তিনি ১৩ কোটি রুপি নিয়েছেন। এ ছাড়া প্রতি সিনেমার জন্য ববি দেওল নেন ৮ রুপি। জাহ্নবীর বর্তমান পারিশ্রমিক আর আলিয়া ভাটের পারিশ্রমিক এখন এক।
জাহ্নবী বর্তমানে নির্মাতা বুচি বাবু সানার আরসি ‘১৬‘ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারকাবহুল এই সিনেমায় তিনি প্রথমবারের মতো দক্ষিণী তারকা রামচরণের বিপরীতে অভিনয় করবেন। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে।