গোয়ার নিজের বাড়ি থেকে উদ্ধার করা হলো তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’ অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভির মৃতদেহ। শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রাশিয়ান মডেল তথা অভিনেত্রী তিনি। বয়স ২৪ বছর। পুলিশের প্রথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি। যদিও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা। ইন্ডিয়া গিলটজের রিপোর্ট অনুযায়ী, উত্তর গোয়ার একটি গ্রামে থাকেন তিনি। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার।
প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগেছিলেন তিনি। আগামীতে পুলিশ এ বিষয় তদন্ত করতে পারে।