English

31 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫
- Advertisement -

নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!

- Advertisements -

 

‘লাইজু নামের একটা মেয়ে হারানো গিয়েছে, মেয়েটি ঠিক মতো কথা বলতে পারে না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায় তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ায় জন্য অনুরোধ করা হলো।’ মাইকে এমন ঘোষণার মধ্যদিয়ে গল্পের শুরু। এরপর এই লাইজুকে ঘিরে কাবিলপুর গ্রামে গড়ায় অনেক জল।

গ্রামের এমনই এক জটিল গল্পে নির্মিত হলো ঈদের নাটক ‘লাইজু’। সিএমভি’র ব্যানারে এ কে পরাগের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ আহমেদ জীবন। সদ্য নির্মিত এই বিশেষ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন ভাস্কর জনি।

নির্মাতা জানান, গল্পের এক পর্যায়ে ঠিকই ফিরে আসে লাইজু। কিন্তু তাকে কেউ ভূত মনে করে। কেউ পাগল ভাবে। চলতে থাকে কাবিলপুর গ্রামের লাইজুকে ঘিরে গ্রাম্য রাজনীতি।

নির্মাতার মতে, ‘ঈদে অসংখ্য নাটক নির্মাণ হয় বটে। যার বেশিরভাগই কমেডি ঘরানার। তবে এবার আমি চেষ্টা করেছি একটু সিরিয়াস গল্প বলতে। যেখানে গ্রামীন জীবনের বাস্তব চিত্র তুলে ধরা যায়। এরমধ্যে মজার ঘটনাও রয়েছে আবার সিরিয়াস প্রেমের রসায়নও থাকছে। মোটমিলিয়ে আমি মনে করি ঈদে দর্শকদের জন্য এটা দারুণ একটা কনটেন্ট।’

‘লাইজু’র প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে ‘লাইজু’সহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শকদের। যার সব ক’টি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে, সিএমভির ইউটিউব চ্যানেলে।

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন