জনপ্রিয় নাট্য নির্মাতা আকাশ রঞ্জন। নাটক পরিচালনা ছাড়াও নিয়মিত অভিনয়েও ব্যস্ত তিনি। বিয়ে করলেন অভিনেত্রী মিথিলাকে। তবে বাস্তবে নয় বিয়েটা সারলেন নাটকে। মডেল ও অভিনয় শিল্পী সুমাইয়া মিথিলা ও আকাশ রঞ্জন অভিনীত এ নাটকের নাম ‘চরিত্র পরীক্ষা’। আগামী ৮ জানুয়ারী রাত সাড়ে ৮টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি। সাগরিকা রানি দাসের গল্পে, মারিয়া ফেরদৌস জেরিনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মহিন খান।
অভিনয় প্রসঙ্গে আকাশ রঞ্জন বলেন,পরিচালনা আমার পেশা, অভিনয় আমার নেশা। পরিচালনার পাশাপাশি অভিনয় করতে ভালো লাগে। বিপদে পড়লে কাছের মানুষ কতটা পর হতে পারে সেটাই নাটকের বিষয় বস্তু। হাস্যরসে ভরপুর নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
নাটক সম্পর্কে বলতে গিয়ে পরিচালক মহিন খান বলেন, আসিফের কাছে কাছের সব বড় ভাই আর বন্ধুর গুরুত্ব খুবই বেশি । সব সময় স্ত্রীর কাছে বড় ভাই খলিলকে নিয়ে খুব গর্ব করে ,তখন আসিফের স্ত্রী বলে বিপদে বন্ধুর পরিচয়। হঠাৎ আসিফ চাকরি হারিয়ে বড় ভাইর শরণাপন্ন হয়। আর তখনই বড় ভাইর আসল চরিত্র বেরিয়ে আসে। শুরু হয় দুই ভাইয়ের চরিত্র পরীক্ষা। চরিত্র পরীক্ষায় বড় ভাই জিতবে না হারবে সেটাই নাটকের কাহিনী।