নাসিম রুমি: সময়ের আলেচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলনে ও ছিলেন ছাত্রজনতার সাথে প্রথম সারিতে।করে গেছেন স্বৈরাচারের প্রতিবাদ।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আজমেরী হক বাঁধনের একটি ভিডিও ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাঁধন বলছেন, প্রথম অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি প্রথম দাওয়াত পেয়েছিলাম ২০০৮ সালে। সেসময়টা আসলে আমি স্টেজে সহযোগিতা করছিলাম, যারা উপস্থাপক ছিলেন তাদেরকে।
তো ওই সময়টা আসলে অনেক এক সাইটিং ছিল। তারপরেতো অনেকবার অ্যাটেন্ড করা হয়েছে ,গত বছরের আগের বছরে আমার নমিনেশন ছিল, আমি এওয়ার্ড পেয়েছি। এবারও নমিনেশন আছে। মেরিল প্রথম আলো এওয়ার্ড আসলে আমাদের সবার জন্য ভীষণ সম্মানজনক। একটা স্বীকৃতি যেহেতু। আজকে নমিনেশন আছে। সো একটু ভয় লাগছে।