এখন পর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। রয়েছে অনেকগুলো ব্যবসাসফল ছবি। সম্প্রতি কলকাতার একটি সিনেমার কাজ শেষ করে এলেন অপু।
তবে এবার সিনেমা নয় একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন অপু।প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। খুব শিগগির শুটিং শুরু করবেন বলে জানান এই নায়িকা।
ঢাকার গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হন অপু। অনুষ্ঠানে ন্যাচার কেয়ারের প্রতিষ্ঠাতা কামরুনাহার মজুমদার নোভা ও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা।