English

27 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬, ২০২৫
- Advertisement -

নতুন সিনেমায় সায়মা স্মৃতি

- Advertisements -

নাসিম রুমি: গেল মাসের শেষ দিকে ‘যন্ত্রণা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সায়মা স্মৃতির। দর্শকদের কাছ থেকে প্রশংসাও কুড়ান বেশ। প্রথম সিনেমা মুক্তির পরপরই তার কাছে একাধারে নতুন ছবির প্রস্তাব আসতে শুরু করে। এর মধ্যে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে শুটিংও শুরু করে দিয়েছেন এই নায়িকা।

সিনেমাটির নাম ‘বীর বাঙালি’। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামীম, যিনি এর আগে ‘টর্নেডো কামাল’, ‘৭১-এর গেরিলা’ ও ‘৭১-এর একখণ্ড ইতিহাস’ নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের গল্পের সিনেমাটিতে সায়মা স্মৃতির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেল। চলতি মাসের প্রথম সপ্তাহে গাজীপুরে সিনেমার শুটিং শুরু হয়।

সায়মা স্মৃতি বলেন, ‘আমার সিনেমাটি মুক্তির পরপরই নতুন এই সিনেমাটির প্রস্তাব আসে। মুক্তিযুদ্ধের সিনেমায় কাজ করতে পারা মানে নিজ কর্ম দিয়ে দেশের জন্য অল্প কিছু হলেও অবদান রাখা। গল্প, সহশিল্পী এবং টিম সবকিছু মিলিয়ে মনে হলো এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকা যায়।

এর মধ্যে কিছু দিনের শুটিং করেছি। খুবই চমৎকার অভিজ্ঞতা। পরিচালক থেকে শুরু করে টিমের সবাই এত বেশি সম্মান দিয়েছেন এবং সাপোর্ট করছেন যে, কাজটা করতে খুব ভালো লাগছে। রুবেল ভাইও অনেক সহযোগিতা করছেন, ভীষণ সাপোর্টিভ। খুবই চমৎকার একটা কাজ হতে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি ভীষণ ভাগ্যবতী যে, আমার প্রথম সিনেমা মুক্তির পর একসঙ্গে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। এর মধ্যে কিছু ছবি নিয়ে কথাবার্তা চূড়ান্ত হলেও এখনই বলা নিষেধ।’

মুক্তির অপেক্ষায় রয়েছে সায়মা স্মৃতির তিন সিনেমা ‘জলরঙ’, ‘জল কিরণ’ এবং ‘সংযোগ’। এ ছাড়াও কথা চলছে নতুন ৫টি সিনেমা নিয়ে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন