রিমি সেন একসময় বলিউডেও বেশ পাকাপোক্ত করেছিলেন নিজের জায়গা। ‘ধুম’সহ একাধিক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই লাইমলাইট থেকে হারিয়ে যান তিনি। এবার নতুন রুপে সবাইকে চমকে দিলেন এই অভিনেত্রী।
রিমি সেনের নতুন লুকে দেখে বেশ অবাকও হয়েছেন অনুরাগীরা। অনেকেরই দাবি, অভিনেত্রী নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। সামাজিক মাধ্যমে রিমির নতুন ছবি ভাইরাল হতেই অনুরাগীদের মন্তব্য, রিমিকে চেনাই দায়!
রিমির নতুন ছবিতে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘হে ঈশ্বর! আমি তো রীতিমত শকড! প্লাস্টিক সার্জারি করিয়ে কী বীভৎস দেখতে হয়েছে রিমি সেনকে! কয়েক মাস আগেও ওর ছবিগুলো তাও ভাল ছিল। কিন্তু এখন ওকে দেখলে চেনা যায় না।
’ অপর এক ভক্ত লিখেছেন, ‘বড়লোকরা এভাবেই নিজের সমস্যা নিজেরাই তৈরি করেন। ভালো সুন্দর মুখটা পুরো নষ্ট করে দিল! ও তো এখন কাজও করে না সিনেমায়। কিসের চাপে এমন করল?’ কেউ কেউ রিমিকে তিরস্কার করে বলছেন, সুখে থাকতে ভুতে কিলায়।’
কেউ কেউ তো আবার রিমি সেনের সঙ্গে অন্যান্য অভিনেত্রীদের মিল পেয়েছেন।
কেউ লিখেছেন, রিমিকে নাকি শেফালি জারিওয়ালার মতো দেখতে লাগছে। কেউ আবার বলছেন, তাকে নিক্কি তাম্বলির মতো লাগছে এখন।
বলিউডে হাতে গোনা কয়েকটি সিনেমা করেছেন রিমি। তবে বেশ কিছু হিট সিনেমায় দেখা গেছে তাকে। ‘ধুম’, ‘গরম মশলা’, ‘ফির হেরা ফের ‘, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘বাগবান’-এর মতো হিট চলচ্চিত্রে নজর কেড়েছেন এই অভিনেত্রী।