নাসিমরুমি: বলিপাড়ার গুঞ্জনই তবে সত্যি হল। ‘কিং খান’-এর পুত্র আরিয়ান খুব তাড়াতাড়ি বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। তবে, বাবার মতো অভিনয়ে নয়, চিত্রনাট্যকার হিসেবে হাতেখড়ি হবে তার। ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখছেন তিনি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আরিয়ানের সঙ্গে সহ-চিত্রনাট্যকার হিসেবে হাত মিলিয়েছেন বিলাল সিদিক্কি। নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বার্ড অব ব্লাড’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি।’
চলতি বছরের শেষেই এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এর আগে মুম্বাইয়ের একটি স্টুডিওর সেটে পরীক্ষামূলক শুটিং করেছিলেন আরিয়ান। ইতোমধ্যেই এই ওয়েব সিরিজের জন্য বহু অভিনেতার অডিশন নেওয়া হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, প্রীত কামানিকে এই সিরিজে অভিনয় করতে দেখা যেতে পারে। এর আগে ‘জার্সি’ ছবিতে কাজ করেছিলেন প্রীত।
এ প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে জানান, আরিয়ান গত চার বছর ধরে লেখালেখি, পরিচালনা-সহ অন্যান্য কাজ শিখেছেন। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য বড় ডিগ্রিও আরিয়ানের ঝুলিতে রয়েছে বলে জানিয়েছেন শাহরুখ।