আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে পারে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল এ তথ্য জানিয়েছেন।
শাহরিয়ার শাকিল জানান, ‘আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী জানুয়ারিতে। ছবিটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেকদিন ধরেই। আশা করছি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন’।
জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আতিক যে বিষয়টি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ সাহস দেখায় না। সেই হিসেবে আতিক এমন একটা বিষয় নিয়ে ছবি নির্মাণের সাহস দেখিয়েছে। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। ’
‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেলসহ অনেকেই।