English

26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
- Advertisement -

নতুন পরিচয়ে ফেরদৌস ওয়াহিদ

- Advertisements -

নাসিম রুমি: ফেরদৌস ওয়াহিদ, তার গান মানেই অন্যরকম একটা উন্মাদনা। সুর, রিদম, ব্যঞ্জনা, সবমিলিয়ে এই পপ সঙ্গীতশিল্পীর গান স্বতন্ত্র। করেছেন অভিনয়ও। তবে তিনি আরেকটি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন।

‘চেনা মুখ দুঃখ সুখ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তিনি নাম লেখাতে যাচ্ছেন উপস্থাপনায়। মজার বিষয় হলো, এই অনুষ্ঠানে নিজের ছেলে হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে উপস্থাপনায় হাতেখড়ি হচ্ছে তার। মঙ্গলবার (১৫ এপ্রিল) ‘চেনা মুখ দুঃখ সুখ’ নামের অনুষ্ঠানটির তিনটি পর্বের স্টুডিও অংশের শুটিং হয়েছে। এর একটি পর্বে ছেলে হাবিব ওয়াহিদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। অন্য দুটি পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।

প্রথমবারের মতো উপস্থাপনায়, কেমন অভিজ্ঞতা হলো তার? এমন প্রশ্নের উত্তরে ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বলেন, ‘অন্য রকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। কারণ, নতুন একটা বিষয় নিয়ে কাজ করলাম। সংগীতশিল্পী হাবিবের সাক্ষাৎকার নিয়েছি।

আমি আমার মতো করে প্রশ্ন করেছি, সে তার মতো করে উত্তর দিয়েছে। অতিথিদের প্রত্যেকে দেখলাম ভীষণ উপভোগ করেছে। তখনই বুঝতে পেরেছি, আমি কিছু না কিছু ভালো করতে পেরেছি। এই অনুষ্ঠানে মূলত অভিজ্ঞতা, ভালো–মন্দ, সুখ-দুঃখ নিয়ে কথা বলবেন শিল্পীরা। মোটকথা একজন শিল্পীর সার্বিক ভাবনা উঠে আসবে এখানে। আলোচনার ফাঁকে ফাঁকে শিল্পীরা গান গাইবেন।

বলা প্রয়োজন, উপস্থাপনার পাশাপাশি ‘চেনা মুখ দুঃখ সুখ’-এর পরিকল্পনাও করেছেন ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন পুনম প্রিয়ম।

১৬ পর্বের এই অনুষ্ঠানটি ৩০ এপ্রিল থেকে ‍চ্যানেল আই-এ সম্প্রচার শুরু হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন