চলতি প্রজন্মের আলোচিত গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। ক’দিন আগেই হয়ে গেছে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। তার পরপরই স্টেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন গানের এ গ্ল্যামার কন্যা।
আরজিনের কথায় এর সুর ও সংগীত করেন নাভেদ পারভেজ। এখানে গান গাওয়ার পাশাপাশি ভিডিওতে কর্ণিয়ার পারফরমেন্সও প্রশংসিত হয়। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। আর সেটা আজই! কর্ণিয়ার নিজের ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ হচ্ছে তার নতুন গান ‘তোমাকে যে চাই’। বাঁধন ফিচারিংয়ে গানটি বেশ ভিন্ন ধাঁচের। কর্ণিয়া বলেন, জুনের প্রথম দিনই শ্রোতা-দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হচ্ছি।