নাসিম রুমি: ৪৩ বছরে পা দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই বিশেষ দিনটিতে ধোনিকে চমকে দিতে মাঝরাতে হাজির হলেন সালমান খান।
সালমান খান ক্রিকেটার ধোনির খুব ভালো বন্ধু। শনিবার মধ্যরাতে স্ত্রী সাক্ষী এবং সালমানের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ধোনি। সেই কেক তিনি প্রথমে খাইয়ে দেন স্ত্রীকে এবং তারপর সালমানকে।
সালমান ইনস্টাগ্রামে নিজের এবং ধোনির একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ধোনিকে কেক কাটতে দেখা গিয়েছে। ক্যাপশনে সালমান লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন সাহেব!’
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ে আছেন ধোনি। আর তাই ধোনির জন্মদিন উদযাপনের সুযোগটা হাতছাড়া করলেন না সালমান।