নাসিম রুমি: বলিউডের চকলেট বয়খ্যাত অভিনেতা রণবীর কাপুর। যিনি মিষ্টি হাসি ও সিনেমায় রোমান্টিক অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন লাখো ভক্তের হৃদয়। একাধিক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়ে শীর্ষে রয়েছেন এ অভিনেতা। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে শুটিং করতে চলেছেন বহুল প্রতীক্ষিত ‘ধুম-৪’ সিনেমাতে।
ওয়াইআরএফের এ অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে রণবীর কাপুর নতুন এবং রোমাঞ্চকর একটি চরিত্রে অভিনয় করবেন, যা হবে তার প্রথম উপস্থিতি এ ব্লকবাস্টার সিরিজে।
বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং পাশাপাশি ছবিটির জন্য দুটি নারী প্রধান চরিত্র এবং একজন খলনায়ক বাছাইয়ের কাজ চলমান।
গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর ধুম-৪ সিনেমায় বড় রূপান্তরের মাধ্যমে যাবেন। এজন্য প্রোডাকশন টিম অভিনেতার জন্য বিভিন্ন লুক অনুসন্ধান করছে, যা দর্শকদের মধ্যে এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে।
মনীষ শর্মার পরিচালনায় নির্মিত হতে যাওয়া এ সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।
এদিকে রণবীর কাপুর নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। এতে তার পাশাপাশি সাই পল্লবী ও যশসহ আরও অনেকে অভিনয় করছেন। চলতি বছর দিওয়ালিতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া এই অভিনেতা বর্তমানে সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমায় তার পাশাপাশি অভিনয় করছেন আলিয়া ভাট, ভিকি কুশলসহ আরও অনেকে। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে।