English

17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
- Advertisement -

দোস্তের জন্য জান দিতেও পারি, নিতেও পারি: যীশু

- Advertisements -

বেশ কিছু দিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিলেন টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। তবে সম্প্রতি দেখা মিলেছে তার মেদিনীপুরে একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানের মঞ্চ থেকেই অভিনেতা দেবকে ফোন করলেন যীশু।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত কয়েক মাস সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে সমালোচনা চলছে। যীশুর সঙ্গে মুম্বাইয়ে আপ্তসহায়ক শিনাল সুর্তির সঙ্গে প্রেমের গুঞ্জনসহ নানা কারণে শিরোনামে ছিলেন তিনি। এ জন্য প্রকাশ্যে ধরাও দেননি অভিনেতা। তবে মেদিনীপুরে একটি অনুষ্ঠানে দেখা গেছে তাকে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত কারণেও চর্চায় অভিনেতা। আসন্ন ‘খাদান’ ছবিতে অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধেছেন যীশু। সেখানে কীর্তন গায়কের চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে।

আগামী মঙ্গলবার প্রকাশ্যে আসতে চলেছে ‘খাদান’ সিনেমার প্রথম গান ‘রাজার রাজা’। সেই গানের প্রথম ঝলক ইতোমধ্যে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

কীর্তনিয়ার চরিত্র কিন্তু সংলাপে যেন যুদ্ধের আভাস। শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর (অস্ত্র) ধৈর্য আর বীর্য— এমন কথা শোনা গেছে যীশুর মুখে। তার সঙ্গে ‘জয় গুরু’ বলেই হায়নার মতো হাসি। মেদিনীপুরে অনুষ্ঠানের মঞ্চে এই সংলাপই শোনালেন অভিনেতা। অনুষ্ঠানের মাঝে দেবকে ফোন করলেন।

উল্লেখ্য, যীশু-নীলাঞ্জনার সম্পর্কে দূরত্বের কথা টালিপাড়ায় এখন সবাই জানে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি এ দম্পতি। ছাদ আলাদা হয়েছে আগেই। এ মুহূর্তে নীলাঞ্জনার জীবন আবর্তিত হচ্ছে দুই মেয়ে সারা ও জারাকে ঘিরে।

বিচ্ছেদের জল্পনা যখন তুঙ্গে, যীশু তখন ‘খাদান’ ছবির শুটিংয়ে ব্যস্ত আসানসোলে। চরিত্রের সাজে যীশুর ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছিল— কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তের জন্য জান দিতেও পারি, লিতেও পারি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন