নাসিম রুমি: রঙের উৎসব দোল পূর্ণিমা মানেই আনন্দ, উচ্ছ্বাস আর প্রাণখোলা হাসিতে একে অন্যকে রাঙিয়ে দেওয়া। রঙ খেলায় মেতেছে আট থেকে আশি। এই উৎসবের আনন্দ থেকে বাদ যাননি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
আজ শুক্রবার (১৪ মার্চ) ব্যাপক আনন্দ ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে দোল উৎসব। সোশ্যাল মিডিয়াতে টলিউড নায়িকা রঙ উৎসবের কিছু ছবি শেয়ার করেছেন তার ভক্তদের উদ্দেশে। যেখানে দেখা গেছে, সাদা সালোয়ার আর হাতে আছে লাল, নীল রঙের আবির। গা ভর্তি রঙ, মুখে উজ্জ্বল হাসি; যেন পুরো দোল উৎসবের প্রাণ হয়ে উঠেছেন অভিনেত্রী।
ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, ‘শুভ দোল পূর্ণিমা, হ্যাপি হোলি।’ লেখার পাশে দুইটা ইমোজি দিয়ে অনুরাগীদের হোলির উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অভিনেত্রীর মিষ্টি মুহূর্তের ছবি দেখে মুগ্ধ তার অনুসারীরা। অনেকেই মন্ত্যবের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন। ভুলে যাননি নায়িকার প্রশংসা করতে। এক অনুরাগী লিখেছেন, ‘কোয়েল মল্লিক আমার প্রিয় নায়িকা,যার প্রতিটা ছবি দেখেছি।’ অন্য একজন লিখেছেন, ‘সাদা ড্রেসে অনেক সুন্দর লাগছে টলিউডের লেডি সুপারস্টারকে।’