English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

দেবকে যে প্রশ্ন করতে চান সাবেক প্রেমিকা শুভশ্রী

- Advertisements -

নাসিম রুমি: টলিউড সুপারস্টার দীপক অধিকারী, যিনি দেব নামে পরিচিত। বয়স চল্লিশেও ব্যাচেলর খেতাব নিয়ে দিব্যি চলছেন। তবে তার বিয়ে নিয়ে মাথা ব্যথার শেষ নেই অনুরাগীদের।

অন্যদিকে দেব কবে বিয়ে করছেন? তা জানতে আগ্রহী সাবেক প্রেমিকা শুভশ্রীও। এটি কোনো রূপকথার গল্প নয়, একদম সত্যি। দেবের সঙ্গে দেখা হলে এই প্রশ্ন করতে আগ্রহ প্রকাশ করেছেন রাজ ঘরণী।

জি বাংলার টক শো অপুর সংসারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিণীতার নায়িকা। বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখের সংসার করছেন শুভশ্রী। তবে দেবের সঙ্গে শুভশ্রীর প্রায় সাত বছর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এই সম্পর্কের কথা সেভাবে স্বীকার করেননি তারা। তবে প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল।

টক শোতে অনুষ্ঠানের সঞ্চালক শাশ্বত শুভশ্রীর কাছে জানতে চেয়েছিলেন, পেজ থ্রি রিপোর্টার হলে দেবকে কী প্রশ্ন করবেন তিনি। নায়িকার তড়িঘড়ি জবাব ছিল- ‘বয়সটা কত হলো দেব? বিয়েটা কবে করছ?’ এমন কথা শুনে তো অপুদারও মুখ বন্ধ। এরপর হাসিমুখে দেবের কাছে আরও একটা প্রশ্ন রাখেন শুভশ্রী। ‘ধূমকেতুটা কি রিলিজ করছ?’

‘চ্যালেঞ্জ’ দিয়ে দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু হয়। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ দিয়ে একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন তারা। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও দেব তার প্রযোজিত প্রথম ছবির নায়িকা করেছিলেন শুভশ্রীকে। তাদের সেই ছবি (ধূমকেতু) আজও আলোর মুখ দেখেনি। নেপথ্যে সহ-প্রযোজক রানা সরকারের সঙ্গে মতের অমিল। দেব-শুভশ্রী ভক্তদের একান্ত চাওয়া ছবিটি মুক্তি পাক।

দেবের বিয়ে নিয়ে শুভশ্রী উৎসুক হলেও ‘প্রজাপতি’ অভিনেতা আছেন একেবারে বিন্দাস মুডে। মুক্ত বিহঙ্গের মতো উড়তে চান আরও কিছুদিন। দেবের কথায়- ‘এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এ সময় ভালো থাকা, সুস্থ সম্পর্কে থাকাই আসল।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন