English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

‘দেওয়ালির যুদ্ধ’ নিয়ে মুখ খুললেন মাধুরী

- Advertisements -

নাসিম রুমি: দেওয়ালির মতো বড় উৎসবে প্রতিবছরই ভারতের বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। এবার দেওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ও আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’। মুক্তির আগে অবধারিতভাবেই আলোচনায় এ দুই সিনেমার অঘোষিত লড়াই। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন মাধুরী দীক্ষিত।

ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে সবচেয়ে বড় চমক হতে চলেছে ‘মঞ্জুলিকা’রূপী মাধুরী দীক্ষিত। তাঁর অভিনীত ছবির সঙ্গে ‘সিংহাম এগেইন’–এর লড়াই নিয়ে কী ভাবছেন মাধুরী?

‘ভুল ভুলাইয়া’ ছবিতে ‘মঞ্জুলিকা’ রূপে সবাইকে ভয় দেখিয়েছিলেন বিদ্যা বালান। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে আবার ‘মঞ্জুলিকা’কে ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক আনিস বাজমি। তবে নির্মাতারা এবার জোড়া ‘মঞ্জুলিকা’ এনে সবার রাতের ঘুম কাড়তে চলেছেন। বিদ্যা বালান আবার ‘মঞ্জুলিকা’ হয়ে আসতে চলেছেন। মাধুরী এই ফ্র্যাঞ্চাইজির নতুন সদস্য হতে চলেছেন।

আনিসের এক জোড়া ‘মঞ্জুলিকা’ কি ‘সিংহাম’কে বক্স অফিসের দৌড়ে হারাবেন? জবাবে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি যে আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা যে দর্শক যেন এই ছবিটি পছন্দ করেন।’

দুই ছবির সংঘাতের প্রসঙ্গে এই বলিউড তারকা আরও বলেছেন, ‘এসব কিছু নির্ভর করছে দর্শকের ওপর। কোন ছবি পছন্দ, তা তাঁরাই বেছে নেবেন। কোন ছবি দেখবেন, এ ব্যাপারে তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’

মাধুরীর কথায়, ‘অন্তিম পরীক্ষা প্রেক্ষাগৃহেই হবে, কারণ এখানেই একটা ছবির ভাগ্যপরীক্ষা হয়। তাই আমরা শুধু ভালোর জন্য আশা করতে পারি। আমরা শুধু এটুকু বলতে পারি যে আমাদের কাছে ভালো এক ছবি আছে, অনুগ্রহ করে আসুন আর দেখুন।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন