সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নিমরাত কৌর। কিন্তু সেখান থেকে নিজ দেশে ফিরতে বেশ বিপাকে পড়ত হলো তাকে।
একইসঙ্গে হারিয়েছেন লাগেজও।
এই তারকা জানান, গত ২২ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে তার মুম্বাই ফেরার কথা ছিল। ডেট্রয়েট থেকে প্যারিস, তারপর থেকে দুবাই হয়ে মুম্বাই ফেরার কথা নিমরাতের। কিন্তু ফেরার পথে ৪০ ঘণ্টা বিলম্বিত হয় ফ্ল্যাইট! যার কারণে চরম দুর্ভোগের শিকার হয়েছেন তিনি।
প্রায় ৯০ ঘণ্টা যাত্রার পর অভিনেত্রী মুম্বাই পৌঁছলে দেখেন তার একটি লাগেজ আসেনি। আরেকটি পাওয়াই যাচ্ছে না। অন্য একটি ব্যাগ যখন তার হাতে এসে পৌঁছায়, তার অবস্থা খুবই শোচনীয় ছিল। ভেঙেচুরে গিয়েছে পুরো ব্যাগ!
ব্যাগের ছবি টুইটারে প্রকাশ করে নিমরাত লেখেন, আমি বিধ্বস্ত। প্রায় ৪০ ঘণ্টা ফ্লাইট ডিলে হওয়ায় মুম্বাইয়ে ফেরার পরও আমি বিরক্ত। এখনও এসে পৌঁছায়নি একটি ব্যাগ। যার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না। আর অন্য একটি ব্যাগের এই চরম দুরবস্থা। কেউ ভাঙার চেষ্টা করেছিল।