English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠু

- Advertisements -

১৫ নভেম্ববর, সোমবার বৈশাখী টিভির মিউজিক্যাল শো: ‘তিব্বত লাক্সারী সোপ গোল্ডেন সং’। অংশ নেবেন কণ্ঠশিল্পী আরিফুল ইসলাম মিঠু, উপস্থাপনা: তাসনুভা মোহনা। প্রযোজনা: লিটু সোলায়মান, প্যানেল প্রযোজক: মামুন আব্দুল্লাহ ও রবিউল হাসান সুজন।
দীর্ঘদিন পর কোনো টেলিভিশন প্রোগ্রামে অংশ নিলেন তিনি। তার প্রাণবন্ত গায়কী তাবত দর্শককে মুগ্ধ করে। বিশেষ করে তার গজল সংগীত উপমহাদেশের প্রখ্যাত গায়ক মেহেদী হাসানের সঙ্গে তুলনা করা হয়।
কিন্তু মিডিয়ার কাছে তিনি যেন অবহেলিতই থেকে গেলেন। এজন্য মিঠুও কম দায়ী নয়। তিনি যেন নিভৃতচারী। সব সময় তিনি নিজেকে আড়াল করে নিরবে নিভৃতে থাকতেই ভালোবাসেন।
আরিফুল ইসলাম মিঠু বলেন, নিরবে এসেছি একদিন নিরবেই চলে যেতে চাই। এত ঢাকডোল পিটানোর প্রয়োজন কি? তাছাড়া আকাশে চাঁদ উঠলে সবাই তা দেখবেই। আমি এখনো হয়তো তেমন কেউ হতে পারিনি। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। মানুষের ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রাখবে আজীবন, স্রষ্টার কাছে এটাই আমার প্রার্থনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন