English

17 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

দশ বছর পর অভিনয়ে ফিরছেন শতাব্দী

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। ২০০৯ সালে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। লোকসভা নির্বাচনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত বছর তৃণমূলের টিকিট নিয়ে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ‘গুরুদক্ষিণা’খ্যাত এই নায়িকা।

রাজনীতিতে সরব থাকলেও অভিনয়ে নীরব শতাব্দী রায়। দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন তিনি। তাকে নিয়ে কলকাতার মৈনাক ভৌমিক নির্মাণ করছেন ‘বাৎসরিক’ সিনেমা।

সিনেমাটির জন্য পরিচালক এমন একজনকে খুঁজছিলেন, যাকে দর্শক অনেক বছর বড় পর্দায় দেখেননি। এ বিষয়ে মৈনাক ভৌমিক বলেন, “উনার সঙ্গে সদ্যই আলাপ হয়েছে। গল্পটা শোনার পর উনার পছন্দ হয়েছে এব্য অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

শতাব্দী রায় বলেন, “প্রায় দশ বছর ধরে ক্যামেরার সামনে দাঁড়াই না। কাজের প্রস্তাব পেলেও রাজনীতি সামলে শিডিউল মেলাতে পারিনি। এই সিনেমার ক্ষেত্রে সেটা হয়নি বলেই রাজি হয়েছি।”

শতাব্দী ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী চক্রবর্তী। গল্পে ঋতাভরীর বর মারা যান। আর শতাব্দী রায় হারান তার ভাইকে। এমন অবস্থায় দুজনের সমীকরণ কী দাঁড়ায় সেটাই দেখা যাবে এই সিনেমায়।

চলতি মাসের শেষের দিকে শুরু হবে ‘বাৎসরিক’ সিনেমার শুটিং। বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ সিনেমাটি প্রযোজনা করছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন