English

28.4 C
Dhaka
শনিবার, মার্চ ১, ২০২৫
- Advertisement -

থাকব নাকি যাব: অমিতাভ

- Advertisements -

নাসিম রুমি: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন কিছুদিন আগে স্যোশার মিডিয়ায় ‘যাওয়ার সময় হয়েছে’ বলে এক ইঙ্গিতপূর্ণ কথা বলে স্ট্যাটাস দিয়েছিলেন। গতকাল রাতেও তাকে তেমন কথা বলে ভক্তদের ভাবনায় ফেললেন বিগ বি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেওয়া অমিতাভের পোস্ট দেখে কপালে ভাঁজ পড়েছে নেটিজেনদের। জল্পনা চলছে সত্যি কি বিনোদন জগত থকে সরে যেতে চলেছেন তিনি?

গতরাতে অমিতাভ তার পোস্টে লিখেছেন, ‘যাব কি থেকে যাব?’

ভাবনার পাশাপাশি অনেকে মজা করেও মন্তব্য করেন সেই পোস্টে। একজন লিখেছেন, ‘একবার জয়াজিকে প্রশ্ন করুন।’

আরেকজনের মন্তব্য, ‘আপনি কি সত্যিই সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন?’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আমার তো মনে হয় কেবিসি-র সিজন শেষ হচ্ছে।’

অমিতাভ বচ্চনের বয়স ৮০ পার করলেও সমান তালে কাজ করছেন একাধিক প্রোজেক্টের কাজ। বর্তমানে যদিও কেবিসি নিয়ে ব্যস্ত। এরপর ‘আঁখে টু’, ‘দ্য ইন্টার্ন’, ‘ককটেল টু’ এবং ‘হাসমুখ পিগ গায়ে’ ছবিতে দেখা যাবে বিগ বি-কে।

অমিতাভ বচ্চনকে শেষ দেখা যায় কল্কি ২৮৯৮ এডি-তে। এই সিনেমাটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। একই সঙ্গে ব্রহ্মাস্ত্র-র দ্বিতীয় পর্বেও দেখা যাবে তাকে। এটি বড় পর্দায় মুক্তি পেতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন