English

27 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

তৌসিফ-ফারিণের নাটকে গাইলেন সুধা

- Advertisements -

কণ্ঠশিল্পী সুধা প্রথমবার ‘তৃপ্তি তোমার জন্য’ নামে নাটকের জন্য গান গাইলেন। অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তাসনিয়া ফারিণকে তার গাওয়া গানে ঠোঁট মেলাতে দেখা যাবে। এর আগে একাধিকবার গাইতে দেখা গেছে তাকে, তবে নাটকে এই প্রথমবার। ‘মন বোকা শোকা’ এমন শিরোনামের কথার গানটি লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম।

এ বিষয়ে সংগীতশিল্পী সুধা বলেন, ‘অনেক দিন হয়েছে গানের সঙ্গে আছি। তবে প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলাম। খুব ভালো লেগেছে। আমাকে নাটকে গান গাইতে অনুপ্রাণিত করার জন্য নাটকের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তবে আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

‘মন বোকা শোকা’ গানটির গীতিকার ও সংগীত পরিচালক রবিন ইসলাম বলেন, গানটির কথা-মিউজিক তরুণ সমাজ বেশ উপভোগ করবে বলে বিশ্বাস আমার। এই প্রথম নাটকের জন্য আমার লেখা গানে কণ্ঠে দিয়েছে সুধা। আশা করি নতুন এই গানটি সবার ভালো লাগবে।

সাইফুল ইসলাম সজীবের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলমগীর রুমান। নাটকটির প্রযোজক হিসেবে আছেন মো. হাবিবুর রহমান।

নির্মাতা জানান, নাটকটি প্রচারিত হবে ২১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাভিশনে এবং হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন