নাসিম রুমি: বলিউড সুপারস্টার সালমান খান। চার বছর পর ঈদে মুক্তি পেলো ‘কিসি কা ভাই কিসি কি জান’। প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন। তবে দ্বিতীয় দিন বদলাতে শুরু করেছে সেই চিত্র।
মুক্তির দিন শুক্রবার সিনেমাটি আয় করে ১৫ কোটি ৮১ লাখ রুপি। প্রথম দিনে বিশেষ লাভ করতে পারেনি সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে এক লাফে বেড়েছে আয়। খুশির ঈদে দলে দলে সিনেমা হলে ভিড় জমিয়েছেন সালমান অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম দিনের তুলনায় সিনেমার কালেকশন একলাফে ৬২ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিন। দেশের নানান প্রান্তে রবিবারও সিনেমার বহু শো হাউসফুল। মুক্তির মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১১০ কোটি রুপি। যেখানে শুধুমাত্র ভারতীয় বক্স অফিস থেকেই ছবিটি আয় করেছে ৬৮.১৭ কোটি রুপি।
ফলে আপাতত আশা করা যাচ্ছে সালমানের ছবিটির আয় ৩০০ কোটির ঘর পেরিয়ে যাবে। একই সাথে বিশ্বব্যাপীও এর আয় দাঁড়াবে ৫০০ কোটির কাছাকাছি। সেই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম, স্যাটেলাইট রাইটস থেকেও ছবিটির আয় মন্দ হবে না। ধরেই নেওয়া যাচ্ছে যে, অন্তত ক্ষতির মুখে পড়তে হবে না সালমানের প্রযোজনা সংস্থাকে।
ঈদের বক্স অফিস নম্বর দেখে খানিকটা স্বস্তিতে সালমান। আর তাই ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি ‘ভাইজান’। সালমানের সিনেমা ভারতের ৪ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সব মিলিয়ে শো সংখ্যা প্রায় ১৬ হাজার।