নাসিম রুমি: সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানি দেওলের জীবনের সমস্ত সমীকরণ মিলিয়ে দিচ্ছে ‘গদর ২’। ছবির সাফল্য একদিকে যেমন সানির কেরিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করেছে, আরেকদিকে তাঁর ব্যক্তিগত সম্পর্কের জটিলতাও দূর করে দিচ্ছে।
এবার তিন দশকের তিক্ততা ভুলিয়ে দিয়েছে ‘গদর ২’ তার আভাস সোশ্যাল মিডিয়াতেই পাওয়া গিয়েছিল। যখন সানির ছবির তুমুল প্রশংসা করেছিলেন শাহরুখ। তারপরই আবার এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রপুত্র জানান, শাহরুখ অনেক আগেই ‘গদর ২’ দেখেছেন। আর ছবি দেখার আগেই তাঁকে ফোন করেছিলেন এবং শুভেচ্ছা জানিয়েছিলেন। সানিকে শাহরুখ বলেছিলেন, “আমি সত্যিই খুব খুশি, এই সাফল্য তোমার প্রাপ্য।” গৌরীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান সানি
“সময় সমস্ত আঘাত সারিয়ে দেয়। আমরাও এই বিশ্বাসে অতীতকে পিছনে ফেলে এসেছি।
এটাই তো হওয়া উচিত”, এমনটাই বলেছিলেন সানি। সেই কথাই যেন রাখলেন দুই তারকা। ‘গদর ২’র সাফল্যের পার্টিতে একেবারে একে অন্যের কাঁধে হাত দিয়ে বেরিয়ে এলেন পাপারাজ্জির ক্যামেরার পোজ দেওয়ার জন্য। তারপর শাহরুখকে জড়িয়ে ধরলেন সানি।