English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

তারকাদের বাড়িতে যেসব সিনেমার শুটিং

- Advertisements -

সিনেমা কিংবা ওয়েব সিরিজ—শুটিংয়ের স্থান নির্বাচন করা গুরুত্বপূর্ণ বিষয়। চিত্রনাট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে লোকেশন পছন্দ করে থাকেন নির্মাতারা। দৃশ্যের প্রয়োজনে কখনো দেশে, কখনো দেশের বাইরে গিয়ে শুটিং করেন সংশ্লিষ্টরা। বলিউডের অনেক সিনেমার শুটিং তারকাদের বাড়িতে করেছেন। এ তালিকায় রয়েছেন—অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, সাইফ আলী খান প্রমুখ।

শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পায়। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। মূল গল্পকে আরো ফুটিয়ে তোলার জন্য সিনেমার কিছু দৃশ্য শাহরুখ খানের ‘মান্নাত’র বাড়িতে হয়েছে। শাহরুখ- প্রীতি অভিনীত সিনেমা ‘বীর জারা’। সিনেমাটিতে এ জুটির রসায়ন এখনো সকলের পছন্দ। রোমান্টিক ঘরানার সিনেমার তালিকায় এটি প্রথম দিকে রাখেন ভক্তরা। সিনেমার গল্পে নায়িকার বাড়ি পাকিস্তানে। কিন্তু শুটিং পাকিস্তানে হয়নি। বরং হরিয়ানাতে অভিনেতা সাইফ আলী খানের পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে হয়েছে।

‘বম্বে টকিজ’-এর আরেকটি স্বল্পদৈর্ঘ্য ‘মুরাব্বা’। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন অমিতাভ বচ্চন ও বিনীতকুমার। এ সিনেমার গল্পে অমিতাভ বচ্চনকে বলিউডের সুপারস্টার হিসেবেই দেখানো হয়েছে। সেই সূত্রে, অমিতাভের বাড়ি ‘প্রতীক্ষা’-তে সিনেমাটির শুটিং করেন অনুরাগ। তা ছাড়াও অর্জুন কাপুর-কারিনা কাপুর খান অভিনীত ‘কি অ্যান্ড কা’ সিনেমার শুটিং হয়েছে ‘বিগ বি’র বাড়িতে।

সালমান খান অভিনীত ‘বাজরঙ্গি ভাইজান’ সিনেমা বক্স অফিসে আয় করে প্রায় ১৫ কোটি ডলার। কাহিনি অনুযায়ী, সিনেমার মূল অংশ ভারত ও পাকিস্তানে শুটিং করার কথা। কিন্তু এই সিনেমার অধিকাংশ শুটিং কাশ্মীর উপত্যকা এবং সালমানের পানভেলের ফার্ম হাউসে হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন